বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলছে। নিজে যেমন জীবাণুনাশক ব্যবহার করবেন, তেমনই আপনার মোবাইল সেট পরিচ্ছন্ন রাখুন। কারণ, মোবাইলে থাকা জীবাণু আপনার হাত ও মুখের সংস্পর্শে আসবেই।
গবেষণা বলছে, আপনার স্মার্টফোনটিতে বাড়ির টয়লেট সিটে থাকা জীবাণুর চেয়েও ১০ গুণ বেশি জীবাণু আছে।
কিন্তু কীভাবে পরিষ্কার করবেন জানেন কি? কারণ, এমন অনেক পরিষ্কারক উপাদান রয়েছে যা আপনার প্রিয় মোবাইল ফোনটির ক্ষতি করতে পারে।
অণুজীব নিয়ে যারা গবেষণা করে থাকেন তারা বলছেন, এক্ষেত্রে ঘরে থাকা সাবান আর পানি দিয়েই মোবাইল ফোনটি পরিষ্কার করা যাবে। কিন্তু কীভাবে?
যেভাবে পরিষ্কার করবেন মোবাইল…
১. ফোনের সঙ্গে কোনও কেবল লাগানো থাকলে খুলে দিন। ফোন বন্ধ করুন।
২. সাবানের সঙ্গে জল মিশিয়ে নিন।
৩. কাপড়ের টুকরো সাবান জলের মিশ্রণে ভিজিয়ে নিন। এরপর কাপড় নিংড়ে জল বের করে দিন।
৪. ভেজা কাপড় দিয়ে ফোনের ওপর, নিচ ও পাশের অংশ মুছে নিন।
৫. মনে রাখবেন, ফোন যতই জল নিরোধক হোক না কেন সরাসরি সাবান জলে ডোবাবেন না ।
৬. এরপর শুকনো নরম মসৃণ কাপড় দিয়ে ফোন মুছে নিন।
৭. সিমকার্ড হোল্ডার থেকে সিম খুলে নিন। সেদিকও চাইলে পরিষ্কার করতে পারেন। তবে করতে হবে এমন নয়।
৮. শুকনো কাপড় দিয়ে সিমকার্ড ঢোকানোর ট্রে মুছুন।
৯. এরপর সেট করে ফোন চালু করুন।
এবি/রাতদিন