করোনায় আরও একজনের মৃত্যু, মোট আক্রান্ত ৩৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আরও ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হলো। আর মোট আক্রান্ত হয়েছে ৩৯ জন।

আজ মঙ্গলবার, ২৪ মার্চ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এক অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান।

মীরজাদী জানান, যে ব্যক্তি মারা গেছেন তার বয়স ৭০ বছরের বেশি। তিনি একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া নতুন আক্রান্তদের একজন সম্প্রতি সৌদী আরবে ওমরা করে দেশে ফিরেছেন। বাকী চারজন আগে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিলেন।

মীরজাদী বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর ৯২ টি নমুনা পরীক্ষা করেছে। এখন পর্যন্ত মোট ৭১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হটলাইনের মাধ্যমে ১৭০০টি ফোনকল এসেছে করোনাভাইরাস সম্পর্কিত।

এবি/রাতদিন