রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় বিভাগে নতুন করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১৫ জন। শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ।
আজ রোববার, ১৯ সেপ্টেম্বর দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের রংপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলায় একজনের করে মৃত্যু হয়েছে। এর আগের দিন শনিবার ১৮ সেপ্টেম্বর) বিভাগে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই দিন একজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য পরিচালকের দেয়া তথ্যমতে হত ২৪ ঘন্টায় বিভাগে ১ হাজার ৩২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরের ১৯, দিনাজপুরের ১৪, ঠাকুরগাঁওয়ের ১২, পঞ্চগড়ের ১২, কুড়িগ্রামের ৭, গাইবান্ধার ২, নীলফামারীর দুইজন শনাক্ত হয়েছেন।
গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২২৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ ৩২২ জন মারা গেছেন বলে জানান তিনি।
জেএম/রাতদিন