করোনা: বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এর প্রভাব পড়েছে ক্রিকেট দুনিয়ায়ও। একের পর এক বাতিল হচ্ছে সিরিজ। এ প্রেক্ষাপটেই বাংলাদেশ দলের তৃতীয় দফা পাকিস্তান সফরও স্থগিত করা হয়েছে।

জানুয়ারিতে লাহোরে টি-টোয়েন্টি সিরিজ, ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। তৃতীয় দফায় পাকিস্তান সফরে করাচিতে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। করোনা ভাইরাসে সৃষ্ট কোভিড-১৯ রোগ চারদিকে ছড়িয়ে পড়ায় সংশয় ছিল আদৌ সফরটা হবে কি না।

আজ সোমাবার, ১৬ মার্চ পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আপাতত বাংলাদেশের এই সফরটা হচ্ছে না। পিসিবির খানিক পরে একই সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবিও। তারা এও জানিয়েছে, এটি দুই বোর্ডের যৌথ সিদ্ধান্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচটা কবে হতে পারে, সেটি পরে আলোচনা করে ঠিক করা হবে।

করাচিতে ৩ এপ্রিল সফরের একমাত্র ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের। ৫ থেকে ৯ এপ্রিল করাচিতেই ছিল দ্বিতীয় টেস্ট।

জেএম/রাতদিন