তিস্তা নদী থেকে প্রতিবেশি ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছে রংপুরের রিভারাইন পিপল।
সংগঠনটির পক্ষ থেকে কাউনিয়া-তিস্তা রেল ও সড়ক সেতুর মধ্যবর্তী শুস্ক নদীতে কলসে করে পানি এনে ঢেলে দিয়ে এ প্রতিবাদ জানানো হয়। পরে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে সেখানে মানববন্ধন-সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয়রাও যোগ দেন।
বৃহস্পতিবার, ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে এসব কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ এবং সংগঠনটির কর্মী হ্যাপী রায়, রুবেল, রেজওয়ান, সঞ্জয় চৌধুরী ও কামাল আহমেদ।
ড. তুহিন ওয়াদুদ বলেন, ভারতের একতরফা পানি প্রত্যাহারে শুধু বাংলাদেশের উত্তরাঞ্চল ক্ষতির মধ্যে পড়েনি, সমুদ্র এলাকা পর্যন্ত এই ক্ষতির প্রভাব পড়েছে। নদীতে পানি না থাকলে সমুদ্রে উজানের পানির চাপ কম থাকে। ফলে লবণাক্ত পানি উজানের দিকে উঠে আসছে। এই নদীতে পানি না থাকার কারণে এ নদীর শাখা নদীগুলোও মরতে বসেছে। তিস্তার পানি ন্যায্য হিস্যার ভিত্তিতে পানি পাওয়ার কোনো বিকল্প নেই।
এবি/রাতদিন