কারমাইকেল কলেজের শতবর্ষ অনুষ্ঠানে অনিয়ম: তদন্ত কমিটির দাবিতে বিক্ষোভ

উত্তরের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের শতবর্ষ অনুষ্ঠানে অনিয়ম অভিযোগ এনে বিক্ষোভ মিছিল, শিক্ষার্থী সমাবেশ ও অধ্যক্ষের কার্যালয় ঘেরাও কর্মসূচি করেছে।

সোমবার, ৬ জানুয়ারী দুপুরে কারমাইকেল কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজ ও বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর আয়োজনে বিক্ষোভ মিছিল, শিক্ষার্থী সমাবেশ কার্যালয় ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানাগেছে, কলেজের শতবর্ষ অনুষ্ঠানে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, অতিথি অনুপস্থিত, খাবার সংকটসহ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত শিক্ষকদের সকল প্রকার উন্নয়ন উপ-কমিটি থেকে বহিষ্কার এবং সুষ্ঠু তদন্ত কমিটি গঠনের দাবীতে বিক্ষোভ মিছিল, শিক্ষার্থী সমাবেশ ও অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরাসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

কারমাইকেল কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজ ও বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ) এর সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র সংগঠনের নের্তৃবৃন্দসহ শিক্ষার্থীরা। মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অধ্যক্ষ কার্যালয়ে এসে শেষ হয়। পরে অধ্যক্ষ কার্যালয়ের সামনে শিক্ষার্থী সমাবেশে কলেজের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা, অতিথি অনুপস্থিত, খাবার সংকট, চেয়ার ভাংচুর সহ বিভিন্ন দুর্নীতির বিষয়ে বক্তব্য দেন-কারমাইকেল কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক, আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব আরিফ আলী, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, পাভেল রহমান হিমেল, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) এর সভাপতি এহতেশাম জেমী, সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসেন বিপ্লব, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক, আবু হাসনাত লেলিন।

সমাবেশে বক্তারা বলেন, কলেজের শতবর্ষ অনুষ্ঠানে অনিয়ম, অব্যবস্থাপনা, খাবার সংকটসহ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত শিক্ষকদের সকল প্রকার উন্নয়ন উপ-কমিটি থেকে বহিষ্কারের দাবী জানান এবং সুষ্ঠু তদন্ত কমিটি গঠনের দাবী উল্লেখ করে অধ্যক্ষকে অবহিত করেন।

বিক্ষোভ মিছিল, শিক্ষার্থী সমাবেশ ও  অধ্যক্ষের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে জাতীয় ছাত্র সমাজের আহবায়ক, আরিফুল ইসলাম আরিফ এর সভাপতিত্বে ও  সদস্য সচিব আরিফ আলীর সঞ্চালনায় করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র কারমাইকেল কলেজ শাখার আহবায়ক, জয়নুল আবেদীন জয়, মোহাঈমিনুল ইসলাম নিশান, কামরুজ্জামান কামরান, আপেল মাহমুদ, সোহানুর রহমান ও সাধারণ শিক্ষার্থী পরিষদের আহবায়ক, রেজওয়ান আহমেদ সৌধসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।