কালীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্থদের দেখতে গেলেন ডিসি, সাথে জরুরী ত্রাণ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা দেখতে গেলেন জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপহার ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

সোমবার, ২৫মে বিকেল সাড়ে ৫টার দিকে ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেন তিনি।

এসময় তার সাথে ছিলেন কালীগঞ্জের ইউএনও রবিউল হাসান।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেশ কয়কটি গ্রাম ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকার ২৫৯ টি পরিবার।

বিশেষত ঝড়ের আঘাতে ঝুপড়ি ঘর, টিনশেড, সেমিপাকা ভবন, দোকানপাট, বিদ্যুতের খুঁটি, গাছপালা ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। খোলা আকাশের নিচে রয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষেরা।

খবর পেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শণে যান জেলা প্রশাসক। পরে অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারকে জরুরি ত্রাণ হিসেবে চাল ,আলু ও অন্যান্য সামগ্রী দেয়া হয়।

ওই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, পরিবার পরিকল্পনা পরিদর্শক মুর্শিদ হকসহ উপজেলার অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর জানান, ইউনিয়নের ছয়টি গ্রামের ওপর দিয়ে শক্তিশালী ঝড় বয়ে যায়। এতে গাছপালা উপড়ে, ভেঙে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে শিশুসহ ১০জন আহত হয়েছে। বর্তমানে তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০কেজি করে চাল, ঢেউটিন ও নগদ অর্থ  প্রদান করা হবে বলে জানান তিনি।

জেএম/রাতদিন