কালীগঞ্জে ট্রাক চাপায় স্বর্ণকার নিহত

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম জুলহাস হোসেন (৪৬)। তার বাড়ি হাতীবান্ধার বিদ্যুৎ অফিস এলাকায়।

বুধবার, ১১ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে ওই মহাসড়কে কালীগঞ্জের কাশিরাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে বুড়িমারী থেকে আসা একটি ট্রাক কাশিরাম এলাকায় মোটরসাইকেল আরোহী জুলহাসকে পিছনদিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুলহাস। পরে চালক কালীগঞ্জ রেলগেট এলাকার কাব্যদিগন্ত ফিলিং স্টেশনে ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়।

জানা গেছে, নিহত জুলহাস পেশায় স্বর্ণকার। হাতীবান্ধার মেডিকেল মোড়ে ‘ফেন্সি জুয়েলার্স’ নামে তার একটি দোকান আছে।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ রাত ১১টার দিকে জানান, নিহত জুলহাসের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

এবি/রাতদিন