লালমনিরহাটের কালীগঞ্জে ‘গোপন বৈঠকের’ থেকে জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার, ৬ এপ্রিল রাতে গ্রেপ্তারের পর আজ বুধবার তাদের আদালতে পাঠানো হয়।
উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম (মুন্সির বাজার) গ্রামের একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে কিছু জিহাদী বই, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, তুষভান্ডার ইউনিয়ন জামায়াতের আমীর মোজাম্মেল হক, শাহীনুর রহমান শাহীন, আবু বক্কর, নজরুল ইসলাম, ফুয়াদ হোসেন, সাবু মিয়া, শহিদুল ইসলাম(৪০), ফরিদুল ইসলাম ও আবু সাঈদ। তাদের বাড়ি কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।
গ্রেপ্তারকৃত কথিত সাংবাদিক শাহীনুর রহমান শাহীন কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
পুলিশ জানান, মুন্সির বাজার এলাকার আবু বক্করের বাড়িতে জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা হিসাবে গোপন বৈঠক করছে-এমন খবরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও ওই ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে।
আরআই/রাতদিন