লালমনিরহাটের কালীগঞ্জে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধ টেকসই করতে এক হাজার গাছের চারা রোপন করা হয়েছে। আজ শনিবার, ১৬ সেপ্টেম্বর বৃক্ষরোপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. আবু জাফর।
উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ি এলাকার তিস্তা নদীর চরে নির্মিত বাঁধ পরিদর্শন শেষে বৃক্ষরোপন করেন জেলা প্রশাসক। সেখানে ফলদ, বনজ ও ওষুধি গাছের এক হাজার চারা রোপন করা হয়।
এসময় সেখানে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ প্রমুখ।
স্থানীয় লোকজন জানান, প্রতিবছর নদী ভাঙতে ভাঙতে এই এলাকার অনেক মানুষকে নিঃস্ব করে ফেলেছে। অনেক দেনদরবার করেও সেখানে বাঁধ নির্মাণ হয়নি। ফলে বাধ্য হয়ে এলাকার সব লোকজন মিলে প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের বাঁধটি তৈরি করা হয়েছে।
এবি/রাতদিন