পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার আবদুল কাদির আর নেই। শুক্রবার, ৬ সেপ্টেম্বর রাতে পাকিস্তানের লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
১৯৫৫ সালের ১৫ সেপ্টেম্বর লাহোরে জন্ম কাদিরের। ১৯৭০ দশকের শেষ ভাগে এবং পুরো ১৯৮০ দশকে মাঠ কাঁপানো এক ক্রিকেটার ছিলেন তিনি। সে সময়টায় বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার হিসেবে ধরা হতো কাদিরকে।
গুগলি বলের জন্য বিখ্যাত ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ।
পাকিস্তানের হয়ে ৬৭ টেস্ট আর ১০৪টি ওয়ানডে খেলেছেন কাদির। ওয়ানডেতে ১৩২ আর টেস্টে নিয়েছেন ২৩৬ উইকেট।
১৯৯০ সালে ৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষবারের মতো টেস্ট খেলেন এই লেগস্পিনার। ১৯৯৩ সালে ২ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ওয়ানডেটি ছিল তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
তিনি পাকিস্তান দলের প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শান্ত/রাতদিন