কুড়িগ্রামে আক্রান্তের অর্ধেকের বেশি নারায়নগঞ্জ ফেরত

কু‌ড়িগ্রা‌মের না‌গেশ্বরী‌তে আরও এক জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া ওই ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত বলে জানিয়েছেন না‌গেশ্বরী উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. আবু বকর সি‌দ্দিক।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল সন্ধ্যায় ওই ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভি আসার কথা জানিয়েছেন ডা. আবু বকর সিদ্দিক।

এনিয়ে কুড়িগ্রামে মোট আক্রান্ত হলেন ১১ জন। এরমধ্যে ছয় জনই নারায়ণগঞ্জ ফেরত।

ডা. আবু বকর সিদ্দিক বলেন, ‘ওই ব‌্যক্তিকে বর্তমানে আই‌সো‌লেশ‌নে নেওয়া হয়েছে। এছাড়া, তার বা‌ড়ি লকডাউন করার ব‌্যবস্থা নেওয়া হ‌চ্ছে। তার প‌রিবা‌রের অন‌্যান‌্য সদস‌্যদেরও নমুনা সংগ্রহ করা হ‌বে।’

জেলা স্বাস্থ‌্য বিভাগ সূত্র জানায়, আক্রান্ত না‌গেশ্বরী পৌর এলাকার ওই ব্যক্তি নারায়ণগঞ্জে একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। সেখান থেকে বাড়ি ফেরার পর, গত ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ ক‌রে পরীক্ষার জন্য পাঠায় স্বাস্থ‌্য বিভাগ।

বৃহস্প‌তিবার পাওয়া প্রতি‌বেদ‌নে তার ক‌রোনা শনাক্ত হয়েছে।

এবি/রাতদিন