কুড়িগ্রামের রাজারহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার, ১০ ডিসেম্বর সন্ধ্যায় রাজারহাট উপজেলা সদরের হরিশ্বর তালুক গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলা সদরের হরিশ্বর তালুক গ্রামের নুর ইসলামের শিশু পুত্র ইয়াকুব (৭) ও হোসেন আলীর শিশু পুত্র রাব্বী (৮) দুপুরে একই সাথে খেলতে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন শিশু দুটির খোঁজ নিতে থাকেন।
এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে একে অপরকে জরিয়ে ধরা অবস্থায় তাদের দু’জনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত নজরুল ইসলাম বিষয়টি শুনেছেন বলে রাতদিন.নিউজ-কে জানান।
এনএ/রাতদিন