কুড়িগ্রামে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ৩ ভাইবোনের মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে খালার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে তিন কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর দুপুরের  দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের কলেজপাড়া গ্রামের সোনাভরি নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত তিন জন সম্পর্কে খালাতো ভাই-বোন।

রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো– গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিসমত বড় বাড়ি গ্রামের অলি উল্লাহর মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিন্নাত খাতুন দিনা (১২), রৌমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হায়দার আলীর ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়াম আহমেদ (১৩) এবং একই উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে হামিম মিয়া (১৬)।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজপাড়া গ্রামের পশ্চিম প্রান্তে সোনাভরি নদীতে গোসল করতে যায় ওই তিন কিশোর-কিশোরী। সে সময় দিনা নদীতে ডুবে যাওয়ার সময় তাকে তুলতে গিয়ে সিয়াম ডুবে যায়। ডুবন্ত দুজনকে তুলতে হামিম মিয়া এগিয়ে গেলে সেও ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা জাল দিয়ে নিহত তিন কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার করে। তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত তিন কিশোর-কিশোরীর মধ্যে জিন্নাত ও হামিমের বাবা ঢাকায় থাকেন। তারা আসলে নিহতদের দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এবি/রাতদিন