কুড়িগ্রামে চালু হতে যাওয়া কৃষি বিশ্ববিদ্যালয়টি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত টগরাইহাট রেল ষ্টেশনের পাশে প্রতিষ্ঠার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার, ১৯ জানুয়ারি টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর আয়োজনে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধাণন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, রাজারহাট আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. শাহ আলম এবং বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য আব্দুল হক ব্যাপারী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ মন্ডল, রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ও কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিনুর রহমান।
এবি/রাতদিন