বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি সমীর চন্দ্র এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উম্মে কুলসুম স্মৃতি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন। নির্বাচিত দু’জনই আগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন ।
বুধবার, ৬ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনের মাধ্যমে তাদের হাতে নেতৃত্ব তুলে দেয়া হয়।
উল্লেখ্য, কৃষক লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ১৯ জুলাই। সম্মেলনে মোতাহার হোসেন মোল্লাকে সভাপতি ও খোন্দকার শামসুল হক রেজাকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।
এসকে/রাতদিন