বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিতের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে না পারায় টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এখন থেকে আইসিসির কোনো ইভেন্টে জিম্বাবুয়ে ক্রিকেট দল অংশ নিতে পারবে না। এমনকি জিম্বাবুয়েকে আর কোনো তহবিলও প্রদান করবে না আইসিসি।
আইসিসি চেয়ারম্যান শংকর মনোহার বলেন, ‘আমরা অবশ্যই ক্রীড়াঙ্গন রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখব। জিম্বাবুয়ে যেটা করেছে সেটা আইসিসির গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এটা চলতে দিতে পারি না।’
গত মাসে জিম্বাবুয়ে সরকার ওই দেশের ক্রিকেট বোর্ড বিলুপ্ত ঘোষণা করে একটি মধ্যবর্তী কমিটি করে দেয়। এরপরই আইসিসি এই সিদ্ধান্ত নেয়।
তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসি জিম্বাবুয়ে সরকার ও বোর্ডের প্রতিনিধিদের বক্তব্য শুনেছে।
তরে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে আগামী অক্টোবরের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।