গাইবান্ধায় করোনাভাইরাসে আক্রান্ত দুই যুক্তরাষ্ট্র প্রবাসীর সংস্পর্শে আসা দুইজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪। তাদের সবাইকে সুন্দরগঞ্জ ও গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।
আজ শনিবার, ২৮ মার্চ বিকেলে গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ এ তথ্য জানান।
তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে আসা এক নারীর সংস্পর্শে আসা তার বোনসহ ৩ জনকে প্রথমে গাইবান্ধা শহরের খাঁ পাড়ায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে ঢাকা আইইডিসিআরের টিম এসে নমুনা নিয়ে যায়। শনিবার তাদের পরীক্ষার ফল পাওয়া গেছে। এতে তাদের ২ জনের শরীরে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। এর পর ওই ২ জনকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেশন নেওয়া হয়।
এছাড়া বগুড়ার ৯ জন সাদুল্যাপুর উপজেলায় বিয়ে বাড়িতে আসায় তাদেরকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
অপরদিকে গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর তাদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের কোন চিহ্ন না পাওয়ায় ১৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২২৫ জন।
এবি/রাতদিন