১৪ ফেব্রুয়ারি চিত্রনায়িকা পরীমনির সাথে তামিম হাসানের বাগদান হয়। এবার হবু বরের গোপনে চুলের ঝুটি কাটলেন পরীমনির।
কয়েকদিন ধরেই কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চুল কাটার ভিডিওটি নিয়ে আলোচনা চলছে।
ভিডিওটিতে দেখা যায়,তামিম পাশে একটা ছোট কাচি নিয়ে পরীমনি ঘোরাঘুরি করছেন। তামিম চেয়ারে বসে আনমনে মোবাইলে টিপছে। ধীর ধীরে তামিমের পেছনে গিয়ে পরীমনি দাঁড়ান।
আদর করে তামিমের মাথায় হাত বুলাতে বুলাতে পিছন থেকে হঠাৎ তার শখের চুলের ঝুটি কেটে ফেলেন পরীমনি।
সেই চুল দেখে অবাক হয়ে টেবিলে মাথা লাগিায় তামিম। ভালোবাসার মানুষটার এমন কান্ড দেখে মৃদু হাসি ছাড়া কোন উপায় ছিল না তামিমের ।
পরীমনি হাসতে হাসতে ওহ্ মাই গড, স্যরি বলে দৌড় দেন তার ঘরের দিকে।
তামিম মজার নিয়ে নিজেই এই ভিডিও ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেন,‘এই স্যরি লইয়া আমি কী করিব।’
তামিম-পরীমনির প্রেম শুরু হয় ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি। আর তাদের বাগদান সম্পন্ন হয় ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি। বাগদানের আগে তারা বেশ চুটিয়ে প্রেম করেছেন।