স্পেনে প্রতিবছর টমেটো ছোঁড়াছুড়ির উৎসব অনুষ্ঠিত হয়। ঠিক স্পেনের মতোই ভারতের তামিলনাড়ুতে গোবর ছোড়াছুড়ির উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছর দিওয়ালির পরই রাজ্যটির গোমাতাপুরমের বীরেশ্বরা মন্দিরের কাছে এমন উৎসব অনুষ্ঠিত হয়।
স্থানীয়ভাবে ‘গোরাইহাব্বা’ নামে পরিচিত এই উৎসবের একটি ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যায়, এখানে সমবেত তরুণরা গরুর কাঁচা গোবর একে অন্যের ওপর ছুড়ছেন।
তারপর সেই গোবরের গাদায় দাঁড়িয়ে ভক্তরা একে অন্যের দিকে গোবর ছুড়ে ‘গোরাইহাব্বা’ উৎসবে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। এলাকার জনসাধারণের বিশ্বাস, গায়ে গোবর মাখলে ভাল স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়।
উৎসবে অংশ নেয়া স্থানীয় বাসিন্দা প্রভু বলেন, ‘গোবরের প্রচুর ঔষধি গুণ রয়েছে। আমাদের গোবর ছোড়া দেখে অনেকে বলে সংক্রমণ ছড়াবে। কিন্তু ভগবান বীরেশ্বরার উপর বিশ্বাস রেখে আমরা গোবর নিয়ে খেলি। এতে আমাদের কোনো অসুবিধা হয় না।’
টমেটোর মৌসুমের শেষ দিকে স্পেনে অনুষ্ঠিত হয় ‘লা টমেটিনা’। উৎসবটি বিশ্বজুড়েই জনপ্রিয় হয়েছে। যে কারণে ‘লা টমেটিনা’য় অংশ নিতে সে সময় প্রচুর বিদেশি পর্যটক যান স্পেন ভ্রমণে। নেট দুনিয়ার ‘গোরাইহাব্বা’র ভিডিও ভাইরাল হওয়ার পর অনেককেই একে ব্যঙ্গ করে ‘লা গোবরিনা’ বলছেন!
এনএইচ/রাতদিন