ঘরবন্দি মানুষের বিনোদনে জেমসের কনসার্ট, শুক্রবার ফেসবুক লাইভে

করোনাভাইরাসের কারণে সব ধরনের কনসার্ট বন্ধ রয়েছে। লকডাউনে গৃহবন্দী সাধারন মানুষ। তাই ঘরবন্দী মানুষদের খানিকটা বিনোদন দিতে খোলা ময়দান বা ইনডোরে নয় বরং ফেসবুকে লাইভে কনসার্ট করবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেমস ও তার ব্যান্ড নগর বাউল।

আজ শুক্রবার, ১০ এপ্রিল দুপুরে ব্লুজ কমিউনিকেশনের নিজস্ব ফেসবুক পেজে দর্শকেরা কনসার্টটি উপভোগ করতে পারবেন।

ভিন্নধর্মী এ কনসার্টের উদ্যোগ নিয়েছে ব্লুজ কমিউনিকেশন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাসের কারণে যেসব সংগীতপ্রেমী ঘরবন্দী রয়েছেন, তাদের বিনোদনের কথা ভেবেই এ আয়োজন করা।

ব্লুজ কমিউনিকেশন দেশ- বিদেশের জনপ্রিয় শিল্পী, মিউজিশিয়ান ও ব্যান্ড নিয়ে বিভিন্ন সময়ে আয়োজিত কনসার্ট নিজস্ব ফেসবুক পেজে তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় শুক্রবার জেমস ও তার ব্যান্ড নগর বাউলের কনসার্ট ফেসবুক লাইভে প্রচার করবে।

জেএম/রাতদিন