আগামী ২৯ জুন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্টি’র দ্বি-বার্ষিক নির্বাচন ‘বানচালের ষড়যন্ত্রের’ প্রতিবাদে বৃহস্পতিবার, ২০ জুন বিকেলে রংপুর চেম্বারের সাধারণ সদস্যরা প্রতিবাদ সভা করেছে।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্টি’র সাবেক পরিচালক ও নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মুজতবাা হোসেন রিপন, রংপুর চেম্বারের সাধারণ সদস্য শাহরিয়ার কবির মন, অ্যাসোসিয়েট গ্রুপের সদস্য উজ্জল, এয়াজ আহমেদ পাপ্পু, নবাবগঞ্জ বাজারের ব্যবসায়ী ও রংপুর চেম্বারের সাধারণ সদস্য বাচ্চু বণিক, রংপুর চেম্বারে পরিচালক মো. জুলফিকার আজিজ খান ভুট্টু, রংপুর চেম্বারের সাবেক নির্বাহী সদস্য আলহাজ¦ নওশাদ হোসেন, তৌহিদুর রহমান টুটুল, জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ী শামীম হাসান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রংপুর চেম্বার রংপুর বিভাগের ঐতিহ্যবাহী চেম্বার। যারা রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্টি’র দ্বি-বার্ষিক নির্বাচন বানচাল করতে চায় তাদের চিহ্নিত করতে হবে। যারা এ নির্বাচন বন্ধ করতে চায়, তারাই কূচক্রি মহল। মাইকিং করে, মানবন্ধন করে রংপুর চেম্বারের নির্বাচন বন্ধ করা যাবে না। রংপুরের ব্যবসায়ীরা সমঝোতা চায় না, চায় ভোটাধিকার প্রয়োগের অধিকার।
তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে নির্বাচনমুখী ব্যবসায়ীদের ভোটের অধিকার হরণ করা যাবে না। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই নির্বাচনমুখী ব্যবসায়ীদের ভুল পথে ধাবিত করছে। রংপুর চেম্বারের ভোটের পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। তাই ব্যবসায়ীরা রংপুরের চেম্বারের নির্বাচন যাতে ঘোষিত তফশিল মোতাবেক হয় সে ব্যাপারে রংপুরের ব্যবসায়ীদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান।
এবি/রাতদিন