চট্টগ্রামের বস্তিতে আগুনে পুড়ে দুই পরিবারের সাতজনসহ মোট নয়জনের মৃত্যু হয়েছে। এতে অন্তত অন্তত ২০০ বাড়ি পুড়ে গেছে।
শনিবার, ১৬ ফ্রেবুয়ারি গভীর রাতে চাক্তাই ভেড়ামার্কেটে এ
খবর পেয়ে ফয়ার সার্ভিসের চারটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
জানা গেছে, কর্নফুলীর তীর ঘেঁষে বিশাল জমি দখল করে অবৈধভাবে এই বস্তি গড়ে উঠেছে।
নিহতরা হলেন রহিমা আক্তার (৫০) ও তার মেয়ে নাজমা আক্তার (১৪), ছেলে জাকির হোসেন (৯), মেয়ে নাসরিন (৪)। এছাড়া আরেক পরিবারের আয়েশা আক্তার (৩৭) ও তার ভাগিনা সোহাগ (১৮), হাসিনা আক্তার (৩৯)। বাকি দুইজনের একজনের পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, শনিবার রাত ৩টা ৩২মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো আমরা নিশ্চিত নই।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, নিহতরা সবাই রাতে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা ঘর থেকে বের হতে পারেননি।
নিহতদের প্রত্যেকের দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে।
এবি/রাতদিন