চার জেলায় নতুন আক্রান্ত ২০, রংপুরেই ১৫

রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৫ জন, লালমনিরহাটে ৩ জন, নীলফামারী ও গাইবান্ধার একজন করে রয়েছেন।

আজ বুধবার, ৭ এপ্রিল ওই ২৩ ব্যক্তি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু জানান, ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তরা শনাক্ত হয়।

সিভিল সার্জন অফিস জানায়, গত বছরের ১০ মার্চ থেকে এ পর্যন্ত রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ২৫১ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ২৪ জন। মারা গেছেন ৭৩ জন।

এবি/রাতদিন

মতামত দিন