নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনীবাজারে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়েছে। বুধবার, ২৮ আগষ্ট বাজারে মেসার্স রায়হান ট্রেডার্সে আনুষ্ঠনিকভাবে এর উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং রংপুরের এভিপি, রিজিওনাল ম্যানেজার আবু জুয়েল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমুহনীহাট কমিটির সভাপতি ডা. মো. শাহাজাদা সরকার।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী ওরফে দুলাল বাবু, ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং নীলফামারীর এরিয়া ম্যানেজার মো. আব্দুস্ সালাম, সেলস্ ম্যানেজার এম. এ. আসাদুজ্জামান রানু ও মেসার্স রায়হান ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো. খলিলুর রহমান বিপিএডসহ আমিন্ত্রত অতিথি, সুধীজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এনএইচ/রাতদিন