জাকির নায়েকের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা

ডা. জাকির নায়েকের বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারত। ২০১৬ সালের অর্থপাচারের একটি মামলায় এই পরোয়ানা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

ভারতের দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে হয়েছে, ন্যাশনাল এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক পিপি রাজবৈদ্য অর্থপাচার রোধ আইন (পিএমএলএ)-এ জাকির নায়েকের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন।

ইডি দাবি করেছে যে, ২০১৬ সালে ওই মামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১৯৩ কোটি রুপির বেশি অর্থ শনাক্ত করতে সক্ষম হয়েছে তারা।

আদালতে হাজির হওয়ার জন্য দুই মাস সময় চেয়ে নিজের আইনজীবীর মাধ্যমে গত সপ্তাহে আবেদন করেছিলেন জাকির নায়েক। কিন্তু সেই আবেদন আদালত খারিজ করে দেন। সোমবার, ১৬ সেপ্টেম্বর ইডি নতুন করে অ-জামিনযোগ্য পরোয়ানা জারির আবেদন জানায়।

অর্থপাচারের মামলা ছাড়াও ২০১৬ সালে ভারতের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ আইনে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর)-র ভিত্তিতে আরেকটি মামলা দায়ের করে ইডি।

শান্ত/রাতদিন