জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭৫৫ জন। দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪০ হাজার ৮৫৪ জন। রবার্ট কোচ ইন্সটিটিউটের পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।
পরিসংখ্যানটিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৫৬ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৭৭৮ জন।
জার্মানিতে বৃহস্পতিবার প্রথম একজন নারীর শরীরে নতুন ধরণের করোনা সংক্রামন শনাক্ত করা হয়। এটি আগের করোনা ভাইরাসের থেকে তিন গুন শক্তিশালী। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় আক্রান্ত নারী ব্রিটেন থেকে জার্মানিতে ফিরেছেন।
আক্রান্ত এই রোগী গত ২০ ডিসেম্বর ফ্রাঙ্কফুর্ট বিমান বন্দর হয়ে দেশে ফিরেছেন। এরপর টেস্টে তার করোনা পজেটিভ আসে। পরে তার নমুনা বার্লিনে ন্যাশনাল করোনাভাইরাস কনসালটিং ল্যাবরেটরিতে পাঠানো হয়। এখানে তাকে করোনার নতুন ধরণ বি.১.১.৭ শনাক্ত করা হয়।
আরআই/রাতদিন