জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন। এ সময় তার বয়স হয়েছিল ৯৫ বছর। শুক্রবার, ৬ সেপ্টেম্বর দেশটির প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। খবর এএফপি’র।
১৯৮০ থেকে ২০১৭ সাল পর্যন্ত কঠোর হাতে তিনি জিম্বাবুয়ে শাসন করেন।
টুইটারে দেয়া এক বার্তায় এমারসন নানগাগওয়া বলেন, ‘আমি অত্যন্ত দু:খের সাথে ঘোষণা করছি যে জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা পিতা ও সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আর নেই।’
মুগাবে জিম্বাবুয়ের মুক্তির প্রতীক ছিলেন। দেশের স্বাধীনতা ও জনগণের ক্ষমতায়নের জন্য আফ্রিকানবাদী এ নেতা তার জীবন উৎসর্গ করেছেন। আমাদের দেশ ও মহাদেশের ইতিহাসে তার অবদানের কথা কখনো অস্বীকার করা যাবে না। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।’
সাবেক এ গেরিলা নেতা ১৯৮০ সালের নির্বাচনের মধ্যদিয়ে জিম্বাবুয়ের ক্ষমতায় আসেন।
আর সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে ২০১৭ সালে তিনি চূড়ান্তভাবে ক্ষমতাচ্যুত হন।
এবি/রাতদিন