জুমার নামাজের পর জুতা বদল করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে রংপুরের পীরগঞ্জে নারীসহ ৬ জন আহত হয়েছেন। শুক্রবার, ২ আগষ্ট উপজেলার টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার, ৩ আগষ্ট সকালে টুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জানান, শুক্রবার জুমার নামাজ শেষে তরফমৌজা গ্রামের শফিকুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তি মসজিদের বাইরে রাখা তার জুতা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গালাগাল করেন। পরে জানা যায়, নাজমুল হোসেন নামে এক ব্যক্তি ভুল করে ওই জুতা নিয়ে গেছেন।
এই গালাগালকে কেন্দ্র করে উভয়পক্ষ প্রথমে হাতাহাতি এবং পরে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা গোলজার হোসেন (৪০), আল আমিন (৩২), নাজমুল হোসেন (৬৫) দেলোয়ার হোসেন (৩৮), জুয়েল রানা (২২) ও আকতারা বানু (৩০)।
টুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, এ ঘটনায় উভয়পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিলেও তাদেরকে শান্ত করা হয়েছে। আহতরা সুস্থ হয়ে উঠলে উভয়পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসা করা হবে।
এনএইচ/ রাতদিন