জো রুটের ব্যাটে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি, দ্বিতীয় জস বাটলার

বিশ্বকাপের শুরু থেকে বড় বড় স্কোরের দেখা মিলেছে, কিন্তু ব্যাটসম্যানদের ব্যাক্তিগত অর্জন সেঞ্চুরির দেখা মিলছিল না। অবশেষে সেঞ্চুরির সেই আক্ষেপ ঘুচলো স্বাগতিক ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুটের ব্যাটে। তবে একটি নয়, এক ইনিংসে জোড়া সেঞ্চুরি উপহার দিয়েছেন ইংলিশরা। অপর সেঞ্চুরিয়ান হলেন জস বাটলার।

নটিংহ্যামের ট্রেন্টব্রিজে পাকিস্তানের মুখোমুখি হয়েছে আজ ইংল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪৮ রানের বিশাল স্কোর গড়ে তোলে পাকিস্তান। যদিও এত বড় স্কোরে কোনো সেঞ্চুরি ছিল না। মোহাম্মদ হাফিজ সর্বোচ্চ ৮৪ রান করেন। বাবর আজম ৬৩ এবং সরফরাজ করেন ৫৫ রান।

জবাব দিতে নেমে শুরুতেই জেসন রয়কে হারিয়ে বিপদে পড়ে। দলীয় ৬০ রানের মাথায় ব্যক্তিগত ৩২ রানে ফিরে যান জনি বেয়ারেস্টও। ৮৬ রানে ফেরেন ইয়ন মরগ্যান। তিনি করেন কেবল ৯ রান। এরপর বেন স্টোকস আউট হন দলীয় ১১৮ রানের মাথায়। তিনি করেন ১৩ রান।

ইংল্যান্ডের নিয়মিত বিরতিতে উইকেট পড়ার এই অবস্থার পরিবর্তন ঘটান জো রুট আর জস বাটলার। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ১৩০ রানের জুটি। ৯৭ বল খেলে চলতি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি তুলে নেন রুট। ৯টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি।

শেষ পর্যন্ত ১০৪ বলে ১০৭ রান করে সাদাব খানের বলে মোহাম্মদ হাফিজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জো রুট। তিনি ফিরে গেলেও অন্য প্রান্তে জস বাটলার ঝড় অব্যাহত রাখেন এবং শেষ পর্যন্ত সেঞ্চুরি পূরণ করেন তিনিও। ৭৫ বলের ঝড়ো ব্যাটিংয়ে তিন অংকের ঘর স্পর্শ করেন বাটলার। ৯টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও ছিল তার ইনিংসে।

কিন্তু তার দুর্ভাগ্য, সেঞ্চুরি করার পর মোহাম্মদ আমিরের বলে ওয়াহাব রিয়াজের হাতে ক্যাচ দিয়ে ফিরে যেতে হয় বাটলারকে। এ সময় তিনি ব্যাট করছিলেন ১০৩ রানে।

জেএম/রাতদিন