টাইগারদের প্রধান কোচ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। সব জল্পনার অবসান ঘটিয়ে শেষমেষ তাঁকেই বাংলাদেশ দলের দায়িত্ব দেয়া হলো।

শনিবার, ১৭ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী বুধবার,  ২১ আগস্ট জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। প্রাথমিকভাবে টাইগারদের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তার

বিশ্বকাপের পর স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবি। পরে কোচের সন্ধানে নামে তারা।

মাশরাফি-সাকিবদের কোচ হতে আবেদনও পড়ে একগাদা। তবে সেখান থেকে মাত্র তিনজনকে সংক্ষিপ্ত তালিকায় রাখে বোর্ড। শেষ পর্যন্ত নিয়োগ পেলেন রাসেল। তার সঙ্গে লড়াইয়ে ছিলেন নিউজিল্যান্ডের মাইক হেসন।

কোচের সংক্ষিপ্ত তালিকায় থাকাদের মধ্যে কেবল ডোমিঙ্গোই ঢাকায় এসে ইন্টারভিউ দিয়েছেন। বাকিদের মধ্যে মাইক হেসন, মিকি আর্থার, গ্র্যান্ট ফ্লাওয়ার, মাহেলা জয়াবর্ধনের সঙ্গে টেলি কনফারেন্সে কথা হয়েছে বিসিবির। তাই সবশেষে ডোমিঙ্গোকেই কোচ হিসেবে পছন্দ করেছে বিসিবি।

জেএম/রাতদিন