খ্রিষ্টাব্দ ১৮৬৪, পথচলা শুরু। ভারতের সবচেয়ে পুরনো এই ক্রিকেট ভেন্যুতে প্রথম টেস্ট ম্যাচ বসেছিল ১৯৩৪ সালে।
প্রথম শ্রেণীর ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে আরো আগে, ১৯১৭-১৮ সালে। তারপর টেস্টের পথচলা শুরু ১৯৩৪ সালে। ১৯৪৯ সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াইয়ের পর ব্যস্ত সময় কেটেছে ইডেনের। টেস্টের পাশাপাশি বিশ্বকাপ ম্যাচেও সমৃদ্ধ হয়েছে ইডেন।
শুক্রবার, ২২ নভেম্বর ভারত-বাংলাদেশ প্রথমবারের মতো খেলতে নামবে গোলাপি বলের টেস্ট ম্যাচে। তবে পাঁচদিনের এই লড়াইয়ের চারদিনের টিকিট চলে গেছে ক্রিকেটপ্রেমীদের হাতে! টিকিট নিয়ে এখন হাহাকার গোটা কলকাতায়।
শুক্রবার দুপুর একটায় এখানে মাঠে নামবেন বিরাট কোহলি আর মুমিনুল হকরা। তাছাড়াও দিনভরই থাকছে নানা আয়োজন। উদ্বোধনী দিনের পুরোটাতেই চমক রাখছে সিএবি।
শুরুতেই কলকাতা পুলিশের ব্যান্ড শো। তারপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিআইপি বক্স থেকে নেমে আসবেন মাঠে। পুরোটা সময় জুড়ে পাশে থাকবেন সৌরভ গাঙ্গুলী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এনএ/রাতদিন