ট্রাক্টর কাড়ল দুই কিশোরের প্রাণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মারুফ (১৬) ও রানা (১৭)।

সোমবার, ১ জুলাই বেলা ১১টার দিকে উপজেলার বেলতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার ওসি শাকিল পারভীন জানান, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে দুই কিশোর বীরগঞ্জ থেকে বেলতলী বাজারে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এইচএ/রাতদিন