ট্রেনের কোচেই তৈরি হলো আইসোলেশন

করোনা আক্রান্তদের  চিকিৎসা করতে ট্রেনের কোচেই তৈরি করা হলো আইসোলেশন। কোনো আক্রান্তের খবর পাওয়া গেলে বিশেষ ট্রেন গিয়ে সেই রোগীকে উদ্ধার করে নিয়ে আসবে।

প্রথমবারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ রেলওয়ে বিভাগ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে রেলের কোচকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরিত করেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রেল বিভাগ যে কোনও জায়গায় করোনা আক্রান্তের খবর পেলে সঙ্গে সঙ্গে ট্রেনের আইসোলেশন কোচ পৌঁছে গিয়ে তাকে উদ্ধার করবে। ইতিমধ্যে আইসোলেন ১৮টি কোচ তৈরি হয়ে গিয়েছে। মালদহ রেলওয়ে ডিভিশনে মোট ৩০ টি কোচকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করার কথা।

 একটি কোচে মোট আট জন আক্রান্ত রোগী থাকতে পারবেন। প্রতিটি কোচের ভিতর অক্সিজেনের ব্যবস্থা থাকছে। টয়লেটগুলো সংস্কার করা হয়েছে। চিকিৎসায় ব্যবহৃত বর্জ্য ফেলার জন্য আলাদা আলাদা ঢাকনা দেওয়া পাত্র থাকছে।

আগামী ১০ এপ্রিলের মধ্যে কোচগুলো তৈরি শেষ হবে।

এবি/রাতদিন