শিশুসহ সব বয়সের মানুষের বিনোদন ও আনন্দ উপভোগের জন্য ফানসিটি অ্যান্ড অ্যামিউজমেন্ট নামে একটি পার্ক রয়েছে ঠাকুরগাঁওয়ে। এটি বিনোদন, প্রাকৃতিক সৌন্দর্য ও নির্মল আনন্দ উপভোগ্য কেন্দ্র হিসেবে পরিচিত।
পার্কটি ঠাকুরগাঁও জেলার অন্যতম প্রধান পিকনিক স্পট হিসেবে বিবেচিত হয়ে আসছে। চাইলে আসন্ন ঈদের ছুটিতে সপরিবারে ঘুরে আসতে পারেন।
অবস্থান: জেলার পীরগঞ্জ শহরের আরডিআরএস মোড় সংলগ্ন এবং পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থিত।
বৈশিষ্ট্য: শিশুদের জন্য রয়েছে আকর্ষণীয় সব রাইড। পাবেন সাম্পান, ট্রেন, ব্রিজ, দোলনা ও আম-লিচুর বাগান। প্রতিটি দেয়ালে রয়েছে বিভিন্ন কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিকের ছবি। এছাড়া চমৎকার সব স্থাপত্য শৈলী। এটি উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নেও অবদান রাখছে।
সুযোগ-সুবিধা: এখানে গাড়ি রাখার জন্য রয়েছে নিজস্ব এলাকা। এখানে খাওয়ার ব্যবস্থা থাকলেও রাতে অবস্থানের সুযোগ নেই। থাকার জন্য শহরে হোটেল রয়েছে।
এনএইচ/ রাতদিন