ঠাকুরগাঁও-বগুড়ায় রোববার থেকে চালু হচ্ছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র
প্রান্তিক ও দূরবর্তী এলাকাসমূহে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের ভারতীয় ভিসা চাহিদা পূরণ ও ভিসাপ্রাপ্তি সহজতর করার লক্ষ্যে’ ঠাকুরগাঁও ও বগুড়াসহ ছয় জেলায় ছয়টি ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে ভারতীয় হাইকমিশন।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার, ৬ জানুয়ারি থেকে ঠাকুরগাঁও ও বগুড়াতে চালু হবে পৃথক দুটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।
এছাড়া ১২ জানুয়ারি থেকে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় অপর চারটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হবে।
বর্তমানে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় নয়টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু রয়েছে।
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং ভারত-বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে দেশটির ‘স্টেট ব্যাংকের’ সহযোগিতায় ভারতীয় হাই কমিশনের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে নতুন ভিসা আবেদন কেন্দ্রগুলো চালু হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এইচএ/০৩.০১.১৯