ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নিবার্চনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে গতকাল, ৪ মার্চ। তবে ছাত্রলীগ ছাড়া কেউই পূর্ণ প্যানেলে প্রার্থী দিতে পারেনি।
ডাকসু নির্বাচনে একমাত্র ছাত্রলীগই পরিপূর্ণ প্যানেলে প্রার্থী দিতে পেরেছে। ছাত্রদল ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, রোকেয়া হল, সুফিয়া কামাল হল ও জগন্নাথ হলে কোন প্রার্থী দিতে পারেনি। এছাড়া প্রগতিশীল বামজোটও ২৩৪ পদের বিপরীতে প্রার্থী দিতে পেরেছে মাত্র ১১২ জনের।
জানা গেছে,এবারের ছাত্র সংসদ নিবার্চনে ২৫ পদের বিপরীতে মনোনীত হয়েছে ২২৯ প্রার্থী। তাদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ২১জন। সাধারণ সম্পাদক(জিএস) পদে ১৪ জন, সহ-সাধারণ সম্পাদক( এজিএস)পদে ১৩ জন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ৯জন।
কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১জন, সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ৮জন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ১১জন, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদে ১০জন, সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে ১৪ জন এবং ১৩ জন সদস্য পদের বিপরীতে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ক্যাম্পাস জুড়ে চলছে ভোটের আমেজ। হাতে হাতে লিফলেট বিতরণ করতে ছোট ছোট দলে মিছিলে মিছিলে ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছে প্রার্থীরা। হাকিম চত্বর, টিএসসি, বিজনেস ফ্যাকাল্টি, অপরাজেয় বাংলা ও কেন্দ্রীয় গ্রন্থগার জুড়ে সবখানে নির্বাচনী আমেজ।
মধুর কেন্টিন যেন রীতিমতো মিলনমেলা। পাশাপাশি বসে বিভিন্ন প্যানেলের প্রাথীর্রা আলোচনা করছেন। বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়ে দিচ্ছেন তাদের কর্মীদের।
আরআই/রাতদিন