জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এডিস মশা নিয়ন্ত্রনে ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রই ব্যর্থ উল্লেখ করে বলেছেন, ডেঙ্গু জ্বরে যারা মারা গেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাওয়া উচিত।
বৃহস্পতিবার, ৮ আগষ্ট বিকেলে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জেয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জাপা মহাসচিব বলেন, ‘গাছ কেটে জঙ্গল কেটে ডেঙ্গু দূর করা যায় না। এসব লোক দেখানো ফটোসেশন বা যাত্রাগানের মতো। মানুর মৃত্যু নিয়ে যাত্রাগানের পালা করছে ঢাকার দুই মেয়র। মশা নিয়ে যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নেয়া উচিত, না হলে আমরা বুঝবো ঢাকার দুই মেয়র এর সাথে জড়িত।’
তিনি বলেন, ‘ঢাকার দুটি সিটি করপোরেশনের মেয়র যেসব ঠিকাদারী প্রতিষ্ঠানকে মশক নিধনের ঔষধ সরবরাহ করার ঠিকাদারী দিয়েছেন তারা মশক নিধনের ঔষধ আমদানির নামে কেরোসিন তেল সরবরাহ করেছেন। ওই সব ঔষধের কোন কার্যকারীতা না থাকার কারণে ডেঙ্গু জ্বরের প্রকোপ মহামারী আকারে দেখা দিয়েছে।’
মশিউর রহমনা রাঙ্গা বলেন, রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী নির্ধারণ করার জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে।
এবি/রাতদিন