ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে নিজেই এই তথ্য জানিয়েছেন তিনি।
মঙ্গলবার, ১৭ নভেম্বর দুপুরে তার ফেসবুক ভেরিফায়েড পেজে এ বিষয়ে একটি পোষ্ট দেন তিনি।
ওই পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘শনিবার থেকে জ্বর ছিলো। গতকাল সোমবার টেস্ট করে জানলাম আমার করোনা পজিটিভ। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবো।’ এছাড়াও তার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, ১৯৬৬ সালের ১২ জানুয়ারি ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন ড. আসিফ নজরুল। ১৯৯৪ সালে লন্ডনে যান পিএইচডি করতে। আর ১৯৯৯ সালে দেশে আসেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ শুরু করেন তিনি।
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ড. আসিফ নজরুল। এছাড়াও কলামিস্ট ও টিভি টকশোর আলোচক হিসেবেও তার যথেষ্ট খ্যাতি রয়েছে।
জেএম/রাতদিন