তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়াতে পারে এমাসেই, আশংকা তীব্র গরমের

আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। একইসঙ্গে তীব্র ঝড়ের শঙ্কাও রয়েছে। সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা বাড়ার আভাস দেয়া হয়েছে ওই পূর্বাভাসে

দীর্ঘমেয়াদি এক পূর্বাভাসে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াস)  এবং অন্যত্র ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস)/মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

কৃষি আবহাওয়ায় এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৪-৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণ বৃহস্পতিবার ৬ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ ঘণ্টা থাকবে।

এদিকে বৃহস্পতিবার, ৭ মে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শবর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। রাজধানীতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে দু’টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার শঙ্কা রয়েছে।

জেএম/রাতদিন