বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২ বছরের জন্য রাজনীতি থেকে অব্যাহতি নেয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
নতুন নেতৃত্ব ছাড়া বিএনপিকে পুনরুজ্জীবিত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতে, ‘পার্টির অভ্যন্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকলে পার্টির জাগরণ হয় না।’ বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই মত দেন তিনি।
কারাবন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে নিয়েও কথা বলেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘খালেদা জিয়া এমেরিটাস চেয়ারপারসন হতে পারেন, যেহেতু উনি দেশেই আছেন, উনার পরামর্শ মধ্যেসধ্যে পেতে পারবেন তারা। আশা করি দুই এক মাসের মধ্যে তিনি বেরিয়ে আসবেন, হোপ এটা। উনার শারীরিক অবস্থা এবং সবকিছুর কারণে, আমি মনে করি তার নতুনভাবে করা উচিত। বিশ্ববিদ্যালয়ে এমিরেটাস অধ্যাপক থাকে না? এখানেও উনি এমিরেটাস চেয়ারপারসন হবেন।’
আর তারেক রহমান প্রসংঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিলেতে থেকে দৈনন্দিন নিদের্শনা দেয়া, যদিও আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। তাহলেও কী হবে, এখন তো ফোন ইন্টারসেপ্ট হয়। আমি তো মনে করি তারেক রহমানের ২ বছরের জন্য অব্যাহতি নেয়া উচিত। উনি ওখানে বসে একটা মাস্টার ডিগ্রি করুন। পরে আসলে উনি দায়িত্ব নিতে পারবেন।’
সুত্র- বাংলাডটরিপোর্ট