তিস্তায় পানির দাবিতে বাসদের রোডমার্চ শেষ

ভারত কর্তৃক একতরফাভাবে পানি প্রত্যাহারের  প্রতিবাদ  ও তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ)  রোডমার্চ শেষ হয়েছে।

বৃহস্পতিবার, ২১ মার্চ বিকেলে তিস্তা ব্যারাজ এলাকার সাধুর বাজারের অুষ্ঠিত পথসভার মধ্য দিয়ে শেষ হয়েছে রোডমার্চ। গত বুধবার বগুড়া থেকে রোডমার্চটি শুরু হয়েছিল। পরে ওইদিন রাতে সেটি রংপুরে যাত্রাবিরতী করে।

সকালে রংপুর নগরী থেকে তিস্তা ব্যারাজের উদ্দ্যেশ্যে রোড মার্চ শুরুর আগে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ভাষা সৈনিক ও রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আফজাল,  বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ও  রংপুর জেলা বাসদের সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ।

এবি/রাতদিন