তৃণমূলকে ঢেলে সাজাতে আ.লীগের কমিটি গঠন, জাতীয় সম্মেলন অক্টোবরে

জাতীয় সম্মেলনের আগে তৃণমূলকে ঢেলে আটটি বিভাগে আটটি সাংগঠনিক কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। এসবক কমিটির নেতৃত্বে আছেন দলের প্রেসিডিয়াম সদস্যরা। আগামী মে মাস থেকে কমিটি কাজ শুরু করবে।

 

চলতি বছরের শেষের দিকে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ফলে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে দলটি।

 

শুক্রবার, ২৯ বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

 

বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, আগামী অক্টোবরে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তৃণমূল সম্মেলনের পাশাপাশি উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করা নেতাদের চিহ্নিত করা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের প্রস্তুতির কাজটিও করবে এসব টিম।

 

বৈঠকের শুরুতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বনানী অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানো হয়। এ ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়।

 

এবি/রাতদিন