থার্টি ফার্স্ট নাইটে উচ্চশব্দে গান বাজানোসহ নানা নিষেধাজ্ঞা আরপিএমপি’র

ইংরেজি নববর্ষ ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রংপুর। আতশবাজি, পটকাসহ খোলা আকাশের নিচে সকল অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর দুপুরে রংপুর মেট্টোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার আব্দুল আলীম মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

এ উপলক্ষ্যে একটি গণবিজ্ঞপ্তি জারী করা হয়েছে আরপিএমপি’র পক্ষ থেকে। এতে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ১ জানুয়ারী সন্ধ্যা ৬ টা পর্যন্ত উচ্চ শব্দে স্পিকারে গান বাজানোসহ বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

গণবিজ্ঞপ্তি:

তিনি আরো বলেন, দিবসটি উপলক্ষে রংপুর মেট্টোপলিটন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোষাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ রাখা হবে।

তিনি আরো জানান, এই সময়ে মেট্রোপলিটন এলাকায় সকল আয়োজন নিষিদ্ধ থাকবে।

জেএম/রাতদিন