দিনাজপুরে ধানক্ষেত থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম।
রোববার, ৫ এপ্রিল বিকেলে সদর উপজেলার পাঁচবাড়ীএলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শহিদুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার বনতারা গ্রামের সিপাহী মোল্লার ছেলে।
কোতয়ালী থানার ওসি বজলুর রশিদ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শহিদুলের লাশ উদ্ধার করে। লাশের শরীরে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ হত্যাকান্ডের উদ্দেশ্য সম্পর্কে কোন ধারনা দিতে পারেনি।
পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে পুলিশ কিছু আলামত উদ্ধার করেছে।
পুলিশ বলছে, এসব আলামত তদন্তকাজে সহায়তা করবে।
জেএম/রাতদিন