পঞ্চগড়ের বোদায় করতোয়া নদী থেকে জেলেদের জালে দুটি বোয়াল মাছ ধরা পড়েছে। যার প্রতিটির ওজন ১৬ কেজি।
উপজেলার মাড়েয়া এলাকায় সোমবার, ২৮ জানুয়ারি পাওয়া এ বছরে ওই দুটিই সবচেয়ে বড় বোয়াল মাছ।
ফলে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়হাটে বেশ ভিড় জমে উৎসুক মানুষের।
তাই মাড়েয়া হাঁটে বেশ চওড়া দামেই মাছ দুটি বিক্রি হয়েছে। প্রতি ১২’শ টাকা করে দুটি বোয়াল মাছ ৩৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, মাড়েয়া ইউনিয়নের দাসপাড়ার ১০/১৫ জন জেলের ‘বাঘ’ জালে মাছ দুটি ধরা পড়ে।
দাসপাড়ার জেলে বংশীদাস বলেন, ‘আগের মতো এখন আর নদীতে বড় মাছ নেই। তবে এ বছরে আমাদের জালে পাওয়া এ দুটিই বড় বোয়াল মাছ’।
পরে স্থানীয় লোকজন প্রতিকেজি এক হাজার ২০০ টাকা দরে মাছ দুটি প্রায় ৩৮ হাজার টাকায় কিনে নেন।
আর ভালো দামে মাছ বিক্রি করতে পেরে খুশি জেলরাও।
এইচএ/২৮.০১.১৯