দেশের সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বাস রংপুর বিভাগে। সবচেয়ে গরীব জেলা কুড়িগ্রাম আর সবচেয়ে গরীব উপজেলা কুড়িগ্রামের চর রাজিবপুর। অন্যদিকে সবচেয়ে কম দরিদ্র মানুষ বাস করেন ঢাকার গুলশানে।
রোববার, ২২ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস ও বিশ্ব খাদ্য কর্মসূচি যৌথভাবে আয়োজিত সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। সেমিনারে ২০১৬ সালের দারিদ্র্যের তথ্য-উপাত্ত ব্যবহার করে দেশের দারিদ্র্য মানচিত্র প্রকাশ করা হয়।
সেমিনারে দেওয়া তথ্য অনুযায়ী, রংপুর বিভাগে দরিদ্র মানুষের গড় হার ৪৭ দশমিক ২৩ শতাংশ। বিভাগের কুড়িগ্রাম জেলায় দরিদ্র মানুষের গড় হার ৭০ দশমিক ৮ ভাগ, যা দেশের সর্বোচ্চ। আর কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় সবচেয়ে বেশি দারিদ্র মানুষের বাস। যার শতকরা হার ৭৯ দশমিক ৮ শতাংশ।
কুড়িগ্রামের পর বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশী ৬৪ দশমিক ৩শতাংশ দরিদ্রের বাস দিনাজপুরে। এরপর রয়েছে:
- গাইবান্ধা ৪৬ দশমিক ৭ ভাগ
- রংপুর ৪৩ দশমিক ৮ ভাগ
- লালমনিরহাট ৪২ দশমিক ০ ভাগ
- নীলফামারী ৩২ দশমিক ৩ ভাগ
- পঞ্চগড় ২৬ দশমিক ৩ ভাগ
- আর ঠাকুরগাঁওয়ে ২৩ দশমিক ৪ ভাগ যা বিভাগে সবচেয়ে কম।
বিভাগ অনুযায়ী:
অন্যদিকে ঢাকা বিভাগে সবচেয়ে কম দরিদ্র মানুষের বাস। যার গড় হার ১৬ শতাংশ।
- চট্টগ্রাম বিভাগে দরিদ্র মানুষের গড় হার ১৮ দশমিক ৪৩ শতাংশ।
- বরিশাল বিভাগে দরিদ্র মানুষের গড় হার ২৬ দশমিক ৪৯ শতাংশ।
- খুলনা বিভাগে দরিদ্র মানুষের গড় হার ২৭ দশমিক ৪৮ শতাংশ।
- ময়মনসিংহ বিভাগে দরিদ্র মানুষের গড় হার ৩২ দশমিক ৭৭ শতাংশ।
- আর রাজশাহী বিভাগে দরিদ্র মানুষের গড় হার ২৮ দশমিক ৯৩ শতাংশ।
- সিলেটে দরিদ্র মানুষের গড় হার ১৬ দশমিক ২৩ শতাংশ।