সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সরকার ২০১৯-২০২০ অর্থ বছরে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে মাথাপিছু মাসিক ৭৫০ টাকা করে ১৫ লাখ ৪৫ হাজার জনকে ১ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া দেশের সব উপজেলায় একটি করে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে সমাজকল্যাণ মন্ত্রনালয়।
আজ সোমবার,২৭ জানুয়ারি জাতীয় সংসদে বিএনপির সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ও সরকারি দলের সদস্য নূর মোহাম্মদের প্রশ্নের জবাবে তিনি সংসদকে এই তথ্য জানান।
নুরুজ্জামান আহমেদ বলেন, ২০১৯-২০ অর্থ বছরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রমে ৪টি স্তরে উপকারভোগীর সংখ্যা এক লাখ জন। এই খাতে বরাদ্দের পরিমাণ ৯৫ কোটি ৬৪ লাখ টাকা। এসব প্রতিবন্ধী ভাতা সরকারের নীতিমালা অনুযায়ী প্রদান করা হয়।
সরকারি দলের সদস্য নূর মোহাম্মদের অপর এক প্রশ্নের জবাবে নুরুজ্জামান আহমেদ আরো বলেন, বর্তমানে ৪৪টি জেলায় ৬২টি বেসরকারি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে এবং এ সব বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা সরকার বহন করছে। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের সব উপজেলায় একটি করে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে ।
তিনি বলেন, মিরপুর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে ২০১১ সাল থেকে একটি সম্পূর্ণ অবৈতনিক স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম চালু করা হয়েছে। বর্তমানে ১১টি স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম চালু আছে । এসব স্কুলে ১৪০ জন ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে।
এবি/রাতদিন