ইথিওপিয়ার সেনাপ্রধান জেনারেল সিয়ারে মেকোনেন তার দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন। আজ ২৩, জুন রোববার দেশটির রাজধানী আদ্দিস আবাবায় তিনি নিহত হন।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইথিওপিয়ার উত্তরে আমহারা অঞ্চলে একটি অভ্যুত্থান প্রতিরোধের চেষ্টা করেছিলেন দেশটির সেনাপ্রধান এবং অন্য আরেক কর্মকর্তা। এ কারণেই তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ।
এছাড়া আমহারায় অঞ্চলটির গভর্নর আম্বাচেও মেকোনেন তার এক উপদেষ্টাসহ নিহত হয়েছেন। সেখানে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করার পর পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক বিরাজ করছে।
সেনাপ্রধান নিহত হওয়ার পর টিভিতে সরাসরি সম্প্রচারে যান প্রধানমন্ত্রী আবি আহমেদ। ইথিওপিয়ানদের সংগঠিত থাকতে আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, যেসব শত্রু আমাদের দেশকে বিভক্ত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সংগঠিত থাকতে হবে।
এই ঘটনার পর থেকে ইথিওপিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। আদ্দিস আবাবায় অবস্হানরত মার্কিন কূটনৈতিক মিশনের কর্মীদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে তারা।
শান্ত/রাতদিন