দোকানপাট খোলার নতুন নিয়ম নির্ধারণ

করোনাভাইরাস সংক্রমণ রোধে আবারও দোকানপাট খোলার নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। যা বুধবার, ১ জুলাই থেকে কাযকর হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে উদ্ধৃত করে কালের কন্ঠ অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী জানান, ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।

তিনি বলেন, যেভাবে সীমিত পরিসরে কর্মকাণ্ড চলছে সেভাবেই আগামী ৩ অগাস্ট পর্যন্ত চলবে।

এ বিষয়ে আদেশ জারি করা হবে জানিয়ে তিনি বলেন, সেখানে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।

এবি/রাতদিন